ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ২৯ মে ২০১৮

(ফাইল ফটো)

(ফাইল ফটো)

আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হবে বলে জানানো হয়।

মঙ্গলবার সচিবালয়ে ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব আনিছুর রহমান। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদে যথারীতি পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তবে জামাতের সময় তারা নিজেরা ঠিক করবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ বা ১৭ জুন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

অন্যান্য বছরের মতো এবারও নারীদের ঈদের নামাজ আদায়ে আলাদা ব্যবস্থা রাখা হবে। এ ছাড়া বিদেশি রাষ্টদূত, কূটনৈতিকদের নামাজের জন্য আলাদা স্থান সংরক্ষণ করা হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তত্ত্বাবধানে ঈদগাহ মাঠের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হবে। জাতীয় ঈদগাহের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে সভায় আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, তথ্য মন্ত্রণালয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, গণপূর্ত অধিদফতর, ওয়াসাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিরা সভায়য় উপস্থিত ছিলেন।

এসএইচ/


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি