ঢাকা, মঙ্গলবার   ০৭ মে ২০২৪

উখিয়ায় দুষ্কৃতদের হামলায় ২ রোহিঙ্গা নেতা নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ০৮:১৬, ১৬ অক্টোবর ২০২২

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতকারীদের হামলায় দুই মাঝি নিহত হয়েছেন।

শনিবার (১৫ অক্টোবর) রাত নয়টায় বালুখালী ১৯ নম্বর ক্যাম্পের ১৮/এ ব্লকে এ ঘটনা ঘটে। এর মধ্যে সন্ধ্যা ছয়টায় ব্লক মাঝি মৌলভী ইউনুছ ও রাত নয়টার দিকে হেড মাঝি আনোয়ারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

উখিয়া ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ সত্যতা নিশ্চিত করেছেন।

এএসপি ফারুক জানান, উখিয়ার বালুখালী ১৯ নম্বর ক্যাম্পের ১৮নং ব্লকে ১৫-২০ জনের একদল দুষ্কৃতকারী ১৩ নম্বর ক্যাম্পের এফ ব্লকের হেড মাঝি মো. আনোয়ার ও ব্লক মাঝি মৌলভী মো. ইউনুসের উপর হামলা চালায়। এসময় স্থানীয় স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলেছিলেন মাঝিরা। 

দুষ্কৃতকারীরা ধারালো অস্ত্র দিয়ে দুজনকেই উপর্যপুরি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্বেচ্ছাসেবক ও এপিবিএন পুলিশ তাদের উদ্ধার করে দু’জনকে পার্শ্ববর্তী আইওএম পরিচালিত হাসপাতালে নিয়ে যান। 

এর মধ্যে কর্তব্যরত চিকিৎসক ইউনুসকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে রাত নয়টার দিকে হেড মাঝি আনোয়ারকেও মৃত ঘোষণা করা হয়।

এএসপি ফারুক জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পর্যাপ্ত সংখ্যক ফোর্স মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতিকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি