ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

উচ্চ পর্যায়ে আলোচনা করেই নতুন ডিজি নিয়োগ: স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ২২ জুলাই ২০২০ | আপডেট: ১৭:২৪, ২২ জুলাই ২০২০

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, উচ্চ পর্যায়ে আলোচনা করে স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক নিয়োগ করা হবে। সর্বোচ্চ পর্যায়ে আমরা আলোচনা করব এবং সিদ্ধান্ত নেব। আমরা দরকার হলে প্রধানমন্ত্রীর সঙ্গেও এ বিষয়ে আলোচনা করে নেব।

আজ বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

বর্তমান মহাপরিচালকের পদত্যাগপত্রের বিষয়ে তিনি বলেন, নিয়মানুযায়ী এটা জনপ্রশাসনে গিয়েছে, পরবর্তী পদক্ষেপ নিয়ে জনপ্রশাসন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আগে পদত্যাগপত্রের বিষয়ে আমাদের কাছে সব সিদ্ধান্ত আসুক, তার পরে আমরা চিন্তাভাবনা করে এবং আরো উচ্চ পর্যায়ে আলোচনা করে সেই সিদ্ধান্ত নিতে পারব।

উল্লেখ্য, করোনাকালে মাস্ক, পিপিই এবং লাইসেন্সের মেয়াদোত্তীর্ণ রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির সমালোচনার মুখে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ মঙ্গলবার (২১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন। তাঁর পদত্যাগপত্র গ্রহণের প্রক্রিয়াও শুরু করেছে মন্ত্রণালয়।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি