ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

উত্তর কোরিয়া থেকে মুক্তিপ্রাপ্ত মার্কিন শিক্ষার্র্থী মারা গেছেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ২০ জুন ২০১৭ | আপডেট: ১৩:৩৭, ২০ জুন ২০১৭

উত্তর কোরিয়া থেকে সদ্য মুক্তিপ্রাপ্ত মার্কিন শিক্ষার্র্থী ওটো ওয়ার্মবিয়ার মারা গেছেন। গেল মঙ্গলবার প্রায় দেড় বছর বন্দী থাকার পর মুক্তি পান কোমায় থাকা ওয়ার্মবিয়ার।
উত্তর কোরিয়ায় নির্যাতনের শিকার হয়ে তিনি মারা গেছেন বলে দাবী করেছে তার পরিবার। তবে উত্তর কোরিয়া বলছে বচিউলিজম নামের এক অসুখে তার এই অবস্থা হয়েছে। যদিও প্রায় এক বছর ওয়ার্মবিয়ারের কোমায় থাকার বিষয়টি যুক্তরাষ্ট্রের কাছে গোপন রেখেছিলো উত্তর কোরিয়া। এদিকে এই মৃত্যুর ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্প উত্তর কোরিয়াকে নিষ্ঠুর রাষ্ট্র বলে মন্তব্য করেছেন। বন্ধুদের সাথে উত্তর কোরিয়ায় অবকাশ যাপনে গিয়ে গ্রেফতার হন ওয়ার্মবিয়ার।

 

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি