ঢাকা, বুধবার   ১৭ সেপ্টেম্বর ২০২৫

উত্তরাঞ্চলে বেড়েছে নদ-নদীর পানি (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৩, ২৯ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

কয়েকদিনের টানা বৃষ্টি আর উজানের ঢলে বেড়েছে উত্তরাঞ্চলের কয়েকটি জেলার নদ-নদীর পানি। তলিয়ে গেছে রাস্তাঘাট আর ফসলের ক্ষেত। এদিকে ত্রাণ না পাওয়ার অভিযোগ করেছেন দুর্গতরা। 

রংপুর নগরীর ৩০টি মহল্লায় এখনও অধিকাংশ বাড়িঘর পানিতে তলিয়ে আছে। নগরীর প্রধান সড়ক থেকে পানি সরে গেলেও যোগাযোগ ব্যবস্থা বন্ধ রয়েছে। নগর জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। 

জেলা প্রশাসন কিংবা সিটি করপোরেশন থেকে কোন খাবার বিতরণ করা হয়নি বলে অভিযোগ করেছেন আশ্রয় নেয়া পরিবারগুলো। 

আশ্রয় নেয়া মানুষরা জানান, আমরা খুব কষ্টের মধ্যে আছি, কেউ সাহায্য দেয়নি। আমাদের থাকার অবস্থা নেই, তাই এখানে এসেছি। কাউন্সিলারের একজন প্রতিনিধি এসে আমাদের নাম নিয়ে গেছে, ওই পর্যন্তই। এখন উপর আল্লাহ জানে কি হবে। তবে ২০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়ার কথা জানিয়েছেন সিটি মেয়র।

রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, যারা আমাদের বিভিন্ন স্কুলের আশ্রয় কেন্দ্রে আছে তারা যেন না খেয়ে না থাকে তার ব্যবস্থা আমরা করছি।

এদিকে নেত্রকোণায় অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে তলিয়ে গেছে একুশ হাজার হেক্টর জমির রোপা-আমনের ফসল। কৃষি বিভাগ বলছে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সহায়তা দেয়া হবে।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডুবে গেছে রোপা আমন-সহ সব ধরনের ফসল। ঠাকুরগাঁও জেলার প্রায় সবকটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক পরিবার আশ্রয় নিয়েছে সরকারি আশ্রয় কেন্দ্রগুলোতে। 

কুড়িগ্রামেও তীব্র হয়ে উঠছে নদী ভাঙ্গন। এছাড়া লালমনিরহাটে প্রায় ৩০টি পয়েন্টে দেখা দিয়েছে ভাঙন।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি