ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

উদিচী হামলার ২০ বছর (ভিডিও)

প্রকাশিত : ১০:৫৭, ৬ মার্চ ২০১৯ | আপডেট: ১১:৫৩, ৬ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

উদীচী ট্র্যাজেডির ২০ বছর আজ। ১৯৯৯ সালের ৬ মার্চ গভীর রাতে যশোরের টাউন হল মাঠে দ্বাদশ জাতীয় সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানে শক্তিশালী বোমা বিস্ফোরণে নিহত হয় ১০ জন। আহত হয় আড়াইশ’রও বেশি মানুষ। নৃশংস এই হত্যাকাণ্ডের ২০ বছরেও বিচারের মুখোমুখি করা যায়নি ঘাতকদের।

দ্বাদশ জাতীয় সম্মেলনের সমাপনী আয়োজনে হাজারো দর্শক-শ্রোতার ভিড়ে মন্ত্র-মুগ্ধের মত গান শুনছিলেন শ্রমজীবী তরুণ নাহিদ। হঠাৎ বিকট আওয়াজে পরপর দু’টি বোমার বিস্ফোরণ। মাঠ জুড়ে আহাজারি আর কান্নার রোল। মুহূর্তে রক্তে ভেসে যায় টাউন হল মাঠের সবুজ চত্বর। ছড়িয়ে ছিটিয়ে পড়ে মানুষের রক্তাক্ত দেহ।

রক্তাক্ত মানুষের ভিড়ে পড়েছিল নাহিদের দেহটিও। চিকিৎসায় বেঁচে উঠলেও কেটে ফেলতে হয় তার পা-দু’টি। হতাহতদের পরিবারের সাথে ২০ বছর পর তারও আক্ষেপ, ঘাতকদের বিচার দেখতে না পারা।

হত্যাকাণ্ডের পর দু’টি মামলা হলেও সিআইডির ত্র“টিপূর্ণ চার্জশিটের কারণে ২০০৬ সালের ৩০ মে আদালত থেকে খালাস পেয়ে যায় সব আসামি। পরে সরকার-পক্ষ উচ্চ আদালতে আপিল করে। সরকারি কৌশলী জানান, উচ্চ আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন তারা।

মামলার ২৩ আসামির একজন মারা গেছেন; ২ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বাকিরা জামিনে আছেন।

 

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি