উন্নয়নের ধারা ঠিক রাখতে শেখ হাসিনার দরকার: মুজিবুল হক
প্রকাশিত : ১৬:০৭, ১২ আগস্ট ২০১৮

রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, একমাত্র জননেত্রী শেখ হাসিনার কারণে আজ বিশ্ববাসী বাংলাদেশকে সম্মান করে। এই সম্মান এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
আজ রোববার সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী প্রচার লীগ আয়োজিত ‘কাল রাত্রি দুঃসহ স্মৃতি’ গ্রন্থ এবং ‘স্মৃতিতে বঙ্গবন্ধু’ প্রামাণ্য চিত্রের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রেলমন্ত্রী বলেন, আমেরিকা জাপানসহ বিশ্বের যেসব দেশ উন্নত হয়েছে তারা একদিনে উন্নত হতে পারেনি। ধীরে ধীরে উন্নয়নে দিকে অগ্রসর হয়েছে। আমরাও শেখ হাসিনার নেতৃত্বে তেমন উন্নয়নের দিকে যাচ্ছি।
মুজিবুল হক বলেন, জননেত্রী শেখ হাসিনা যোগ্য নেতৃত্বে বাংলাদেশে যে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে তা অবিস্মরণীয়।
আওয়ামী প্রচার লীগের সভাপতি শেখ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী প্রচার লীগের কার্যকরী সভাপতি এম এম শাহ আলম।
আ আ / এআর
আরও পড়ুন