ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

ঊর্মিলার কিডনিতন্ত্রে পাথর, সফল অস্ত্রোপচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫১, ১৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

মডেল, অভিনয়শিল্পী ও ‘লাক্স-চ্যানেল আই তারকা’ ঊর্মিলা শ্রাবন্তী করের দেহে অস্ত্রোপচার করা হয়েছে। তাঁর কিডনিতন্ত্রে পাথর শনাক্ত হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে সেখানে ডিজে স্ট্যান্ট দেওয়া হয়েছে। অস্ত্রোপচার করেছেন ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক শহীদুল ইসলাম। ঊর্মিলা এখন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানান, গত বৃহস্পতিবার ঊর্মিলা ফোন করে বলেন, তাঁর পেটে খুব ব্যথা হচ্ছে, তিনি সহ্য করতে পারছেন না। তাঁকে হাসপাতালে আনা হয়। শুরুতে ওষুধের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়। ওই সময় তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় আজ অস্ত্রোপচার করা হয়েছে। অস্ত্রোপচারের পর ঊর্মিলাকে হাসপাতালের পোস্ট অপারেটিভ বিভাগে রাখা হয়েছে। অবস্থার উন্নতি হলে রোববার সকালে তাঁকে কেবিনে স্থানান্তর করা হবে। তবে পুরোপুরি সুস্থ হওয়ার জন্য তাঁকে কিছুদিন হাসপাতালে থাকতে হবে। যাতে আবার সংক্রমণ না হয়, সেদিকেও খেয়াল রাখা হচ্ছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরার ‘আপন ঘর ১’ শুটিংবাড়িতে সৈয়দ শাকিলের ‘সোনার শিকল’ ধারাবাহিক নাটকের শুটিং করছিলেন ঊর্মিলা। তখন তিনি অসুস্থ হয়ে পড়েন। পেটের ব্যথায় কাতরাতে থাকেন। অবস্থা খারাপ দেখে সহশিল্পী অপুর্ব ও শবনম ফারিয়া তাঁকে উত্তরার একটি হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি