ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

এ বছর ঈদ বাজার আবারও পাকিস্তানি ও ভারতীয় পোশাকের দখলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৫, ১৩ জুন ২০১৭ | আপডেট: ১৩:২১, ১৩ জুন ২০১৭

Ekushey Television Ltd.

গেল কয়েক বছর বিদেশি পোশাকের আধিপত্য কমলেও এ বছর আবারও ঈদ বাজার দখল করে নিয়েছে পাকিস্তানি লোন আর ভারতীয় সিরিয়ালের নামকরণে বিভিন্ন পোশাক। এবার এসেছে বাহুবলী টু, দিল নাশি, বাজিরাও মাস্তানি, হুররম, কারন-অর্জুন টু ও সেলফিসহ নানা নামের পোশাক। গুণে মানে ক্রেতাদের মন কাড়ছে বলে এসব পোশাকের কাটতি ভালো বলে জানাচ্ছেন বিক্রেতারা। 
রাজধানীর চাঁদনী চক মার্কেট। একসময় নারীদের জন্য দেশীয় কাপড় আর নিত্য অনুষঙ্গের জন্য খ্যাতি ছিল চকের।
গেল কয়েক বছরে ভারতীয় নাটকের সিরিয়ালে নামকরণের পোশাক এ বাজার দখল করে নিয়েছে। এর সাথে সম্প্রতি যুক্ত হয়েছে পাকিস্তানি লোন।
ক্রেতাদের দাবি, এসব কাপড়ের মান ভালো।
পোশাকের নামেও চরিত্রের মিল পাওয়া যায় বলে বেশ চলছে ভারতীয় পোশাক।
তবে দেশীয় কাপড় বিদেশি বলে বিক্রি হচ্ছে কি-না এ বিষয়ে সতর্ক থাকার দরকার বলেও জানিয়েছেন ক্রেতারা।

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি