ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

এ বছর প্রায় ৪০ হাজার ওয়ার্কিং ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩২, ৬ আগস্ট ২০২৩

করোনা মহামারির কারণে নাটকীয়ভাবে অস্ট্রেলিয়ার অভিবাসন সংখ্যা প্রভাবিত হওয়ায় অস্ট্রেলিয়া সরকার ২০২৩ সালে দেশটির রাজ্য ও অঞ্চলের জন্য ৩৫ হাজার ভিসা দেওয়ার পরিকল্পনা করে। 

এছাড়া ব্যবসায়িক উদ্ভাবন এবং বিনিয়োগের জন্য আরও ৫ হাজার ভিসা বেশি দেওয়ার কথা বলা হয়। সেই হিসাবে এ বছর প্রায় ৪০ হাজার ৫০০ ভিসা ইস্যু করার কথা। 

সেইসাথে ৩ হাজারের বেশি চাইল্ড ভিসা দেওয়ার কথা।

বাংলাদেশ থেকেও প্রতিবছর প্রায় ৩০ থেকে ৪০ হাজার লোক অস্ট্রেলিয়া কাজের বিষয়ে নিয়োগ করে। তাই আপনি যদি অস্ট্রেলিয়া কাজের বিষয়ে যেতে চান তাহলে ২০২৩ সালে অস্ট্রেলিয়ান কাজের ভিসার জন্য আবেদন করুন। আবেদন প্রক্রিয়া নিচে বর্ণনা করবো সেখান থেকে দেখে নিতে পারেন।

অস্ট্রেলিয়া কাজের ভিসা-২০২৩ কত টাকা লাগে?

বাংলাদেশ থেকে যারা অস্ট্রেলিয়া কাজের ভিসা নিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে বিশেষ খবর কারণ বর্তমান সময়ে অস্ট্রেলিয়া কাজের বিষয় যেতে খরচ অনেক অংশেই কমে গিয়েছে।

তবে আপনি যদি সরকারিভাবে অস্ট্রেলিয়া যেতে পারেন তাহলেই শুধুমাত্র কম খরচে যেতে পারবেন আর যদি এজেন্সি অথবা দালালের মাধ্যমে যান তাহলে বেশি টাকা খরচ হবে।

বর্তমান সময়ে সরকারিভাবে অস্ট্রেলিয়া কাজের ভিসায় যাওয়ার খরচ ২ থেকে ৩ লক্ষ টাকা। তবে বেসরকারি বা এজেন্সির মাধ্যমে অস্ট্রেলিয়া যেতে খরচ হবে ৬ থেকে ৮ লক্ষ টাকা। আবার দালালের মাধ্যমে কাগজপত্র রেডি করা সহ ভিসা দালালের মাধ্যমে নিতে এ থেকেও বেশি খরচ হতে পারে।

তাই আপনি যদি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া কাজের ভিসায় যেতে চান তাহলে অবশ্যই সরকারিভাবে অস্ট্রেলিয়ায় কাজের ভিসায় যাওয়ার চেষ্টা করবেন কারণ শুধুমাত্র অস্ট্রেলিয়া নয় যে কোন দেশেই সরকারিভাবে যেতে পারলে খুবই কম খরচে এবং ভালো পর্যায়ে যেতে পারবেন।

অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন ২০২৩

অস্ট্রেলিয়া কাজের ভিসায় আবেদন করতে immi.homeaffairs.gov.au এই লিঙ্কে গিয়ে মেনু থেকে Visa অপশনটি সিলেক্ট করুন এবং working in Australia এখানে ক্লিক করে skill সিলেক্ট করে অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন সম্পন্ন করে ভিসা আবেদন PDF ডাউনলোড করুন।

অস্ট্রেলিয়া কাজের ভিসা বেতন কত

আমরা সকলে জানি অস্ট্রেলিয়া একটি উন্নত দেশ আর এ দেশে অনেকেরই যাওয়াটা একটি স্বপ্ন থাকে আর এই স্বপ্নের দেশে গেলে অবশ্যই সবার আশা থাকে ভালো বেতনে কাজ করবে বা কাজের ভিসায় কি ভালো টাকা উপার্জন করবে।

বর্তমান সময়ে আপনি যদি অস্ট্রেলিয়া কাজের ভিসা যান তাহলে প্রতি মাসে ৪০ থেকে ৮০ হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন প্রতি মাসে কিছু কিছু কাজে এর থেকেও বেশি টাকা ইনকাম করা যায় আর ওভারটাইমসহ এর থেকেও বেশি টাকা ইনকাম করতে পারবেন।

অস্ট্রেলিয়ায় কাজের ভিসার জন্য কি ielts লাগে?

অস্ট্রেলিয়ান স্থায়ী বসবাসের জন্য ভিসা পেতে, আপনি IELTS একাডেমিক বা IELTS সাধারণ প্রশিক্ষণ নিতে পারেন। তবে অস্ট্রেলিয়ায় কাজের ভিসার জন্য আপনার IELTS একাডেমিক প্রয়োজন।

অস্ট্রেলিয়ায় ওয়ার্ক হলিডে ভিসার বয়সসীমা কত?

অস্ট্রেলিয়া ওয়ার্ক হলিডে ভিসার বয়সসীমা হচ্ছে ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত তবে কিছু কিছু ক্ষেত্রে বা

কিছু কিছু দেশভিত্তিক এর থেকে বেশি ৫ বছর বাড়িয়ে ৩৫ বছর পর্যন্ত বয়স সীমা ধরা হয়।

এসবি/ 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি