ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

এক টেবিলে বিরিয়ানি খেয়েছেন ইমরান ও রাহুল!

প্রকাশিত : ২১:০৫, ১৪ মে ২০১৯

ভারতের বিরোধী দল কংগ্রেসের সভাপতির সঙ্গে একই টেবিলে বসে বিরিয়ানি খেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ভারতে চলমান ৭ দফার লোকসভা নির্বাচনের মধ্যে নতুন বিতর্কের জন্ম হয়েছে বলে মনে করা হচ্ছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতীয় একটি আধাসামরিক বাহিনীর ওপর এক কাশ্মীরি যুবকের আত্মঘাতী হামলায় ৪০ জওয়ান নিহত হওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা এখন চরমে। ফলে চিরবৈরী সম্পর্কের আবদ্ধ দুই দেশের মধ্যে কিছুটা যুদ্ধের সুরও বেজেছে। পরমানু শক্তিধর এ দুই দেশের ঐ পরিস্থিতি বর্তমানে ভারতের নির্বাচনের উপর প্রভাব ফেলেছে।

যদিও ফরাসি বার্তা সংস্থা এএফপি ঘটনা তদন্ত করে দেখেছে, ছবিটি সম্পূর্ণ ভুয়া। চলতি বছরের ২ মে ছবিটি ফটোশপে সম্পাদনা করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। যে ছবি থেকে রাহুল-ইমরানের বিরিয়ানি ভোজের ছবি বানানো হয়েছে, সেটিও পাওয়া গেছে।

উল্লেখ্য, ২০১৫ সালের ৫ জুলাই ইমরান খানের তখনকার স্ত্রী রেহাম খানের সঙ্গে বিরিয়ানি ভোজের একটি ছবি টুইটারে পোস্ট করা হয়েছিল। সেই ছবি থেকেই নতুন এই ছবিটি বানানো হয়েছে। তথ্যসূত্র: দ্যা সিয়াসাত ডেইলি

এমএস/এসি

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি