ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

এক ভাইকে বাঁচাতে ডুবে মরল আরো ২ ভাই

প্রকাশিত : ২২:৪৯, ২৪ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

চট্টগ্রামে চন্দনাইশে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। রোববার বেলা আড়াইটার দিকে কানাই মাদারি এলাকার মাহবুব মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো- ৩ বছর বয়সী আরিয়ন, ৫ বছর বয়সী আবির ও একই বয়সী তাহসিন। নিহত শিশুরা প্রত্যেকেই চাচাত ভাইবোন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারি পরিচালক মো. জসীম উদ্দীন জানান, খেলতে গিয়ে এক শিশু পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করতে বাকি শিশুরাও পুকুরে নেমে পড়ে। সাঁতার না জানায় কেউ আর উঠে আসতে পারেনি। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা শিশুদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি