ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

একরাম হত্যা মামলার আসামি মিনার চৌধুরীর জামিন বাতিল

প্রকাশিত : ১৮:০১, ১৯ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:০১, ১৯ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একরামুল হক একরাম হত্যা মামলার আসামি বিএনপি নেতা মাহতাব উদ্দিন চৌধুরী ওরফে মিনার চৌধুরীর জামিন বাতিল করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে ছয়মাসের মধ্যে মামলার বিচারকাজ শেষ করার নির্দেশ দিয়েছেন।  প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বেঞ্চ এ আদেশ দেন। গত বছরের ২৪ নভেম্বর হাইকোর্ট এ মামলায় মিনার চৌধুরীকে ছয় মাসের জামিন দেন। এ জামিন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের শুনানিতে মিনার চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বাতিল করে আপিল বিভাগ। ২০১৪ সালে ২০ মে ফেনী শহরের একাডেমি এলাকায় সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে, কুপিয়ে ও পুড়িয়ে একরামকে হত্যা করে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি