ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

‘একরামুলের নিহতের ঘটনা তদন্ত করবেন ম্যাজিস্ট্রেট’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৭, ২ জুন ২০১৮

Ekushey Television Ltd.

‘বন্দুকযুদ্ধে’ টেকনাফের পৌর কাউন্সিলর একরামুল হকের নিহত হওয়ার বিষয়টি একজন ম্যাজিস্ট্রেট তদন্ত করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
একরামকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যার জোরালো অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ শনিবার দুপুরে ধানমন্ডিতে নিজ বাসায় সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
আসাদুজ্জামান খান কামাল বলেন, তদন্তকারী ম্যাজিস্ট্রেট্রের দেওয়া রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কেউ যদি প্রলুব্ধ হয়ে এই ঘটনা ঘটিয়ে থাকেন তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
একরামুল হকের স্ত্রীর দেওয়া একটি অডিও রেকর্ড শুক্রবার প্রকাশিত হয় বিভিন্ন নিউজ পোর্টালে। একরামুল হক ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন- র‌্যাবের এমন দাবি এরপর প্রশ্নবিদ্ধ হয়।
আইনশৃংখলা বাহিনীর তথ্যানুযায়ী গত ২৯ মে রাত ১টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের নোয়াখালিয়াপাড়ায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন টেকনাফ পৌরসভার তিনবার নির্বাচিত কাউন্সিলর ও যুবলীগ নেতা একরামুল হক।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি