ঢাকা, বৃহস্পতিবার   ০৭ আগস্ট ২০২৫

একসেস টু ইনফরমেশন-এ টু আই প্রোগ্রাম ও এনবিআর এর মধ্যে চুক্তি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ১১ জুন ২০১৭ | আপডেট: ১৯:৪৩, ১১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনের ডিজিটাল সেন্টার থেকে রাজস্ব বোর্ডের সেবাসমুহ জনগনের কাছে পৌছে দিতে একসেস টু ইনফরমেশন-এ টু আই প্রোগ্রাম ও এনবিআর এর মধ্যে একটি চুক্তি হয়েছে ।
চুক্তির ফলে ডিজিটাল সেন্টার থেকে জাতীয় রাজস্ব বোর্ড এর ই-টিন রেজিস্ট্রেশন, রি রেজিস্ট্রেশন, এবং গ্রাহক সম্পর্কিত অনলাইন সেবা পাওয়া যাবে। রূপকল্প ২০২১ বাস্তাবায়নে জনগনের দোরগোড়ায় দ্রুততম সময়ে সেবা পৌছে দেয়ায় এর মূল লক্ষ্য। সবার আশা, এর মধ্য দিয়ে দেশে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমার এবং এটুআই এর প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ারসহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি