ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

ভিডিও দেখুন

একাদশ জাতীয় সংসদ কার্যকর ভূমিকা রাখতে পারেনি : টিআইবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫২, ৩০ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৬:১০, ৩০ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

একাদশ জাতীয় সংসদ কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলে মন্তব্য করেছে টিআইবি। অনলাইনে এ সংক্রান্ত গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, পরিস্থিতি উত্তরণে গণতান্ত্রিক সংস্কারের বিকল্প নেই।

বুধবার (৩০ সেপ্টেম্বর) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে প্রকাশিত ‘পার্লামেন্টওয়াচ: একাদশ জাতীয় সংসদ- প্রথম থেকে পঞ্চম অধিবেশন (জানুয়ারি-ডিসেম্বর ২০১৯)’ শীর্ষক প্রতিবেদনে একথা জানানো হয়।  

প্রতিবেদনে উল্লেখ করা হয়, একাদশ জাতীয় সংসদের প্রতি কার্যদিবসে কোরাম সংকট ছিল ১৯ ঘন্টা ২৬ মিনিট। যার প্রাক্কলিত ব্যায় প্রায় ২২ কোটি, ২৮ লাখ ৬৩ হাজার ৬২৭ টাকা। সংসদ সদস্যদের স্বাধীন মত প্রকাশের সুযোগ রাখা, শৃঙ্খলা রক্ষায় অসংসদীয় ভাষার ব্যাবহার বন্ধে স্পিকারের জোরালো ভূমিকার উপর গুরুত্ব আরোপ করেছে টিআইবি।

এসএ/


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি