ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

একুশে টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধির বাবার ইন্তেকাল

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৮, ১৮ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

টাঙ্গাইল প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম-সম্পাদক এবং একুশে টেলিভিশনের টাঙ্গাইল জেলা প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপনের বাবা কাজী আব্দুল মান্নান মারা গেছেন।

মঙ্গলবার দিবাগত রাত ২.৪৫ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

কর্মজীবনে কাজী আব্দুল মান্নান বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) কর্মরত ছিলেন এবং অবসরের পর বিভিন্ন ব্যবসার সাথে জড়িত ছিলেন। 

মৃত্যুকালে তিনি চার ছেলে, এক মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।

মরহুমের জানাযার নামাজ আজ বুধবার বাদ যোহর পশ্চিম আকুর টাকুর-কাগমাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে টাংগাইল কেন্দ্রীয় গোরস্থানে তাকে দাফন করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি