ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

এতিমদের সঙ্গে রাষ্ট্রপতির ইফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৩, ২০ মে ২০১৮

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ আলেম-ওলামা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, বীর শ্রেষ্ঠদের পরিবারের সদস্য, এতিম এবং বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য এক ইফতার পার্টির আয়োজন করেন।

ইফতারের পূর্বে রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।

এর আগে দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মো. সাইফুল কবির মোনাজাত পরিচালনা করেন।

সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ. ক. ম মোজাম্মল হক, উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, দেশের বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিভিন্ন শিশু সদনের এতিম এবং বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা ইফতার পার্টিতে যোগ দেন।

রাষ্ট্রপতির পরিবারের সদস্যরাও এতে অংশগ্রহণ করেন।

 

এসএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি