ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

এনআরবি অ্যাওয়ার্ড পেলেন সাংবাদিক রুহুল আমিন রাসেল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪১, ৮ ফেব্রুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

সেন্টার ফর এনআরবি অ্যাওয়ার্ড ২০২০ পেলেন দেশের সর্বাধিক প্রচারিত বাংলাদেশ প্রতিদিন-এর সিনিয়র রির্পোটার রুহুল আমিন রাসেল। প্রবাসী ব্যবসায়ীদের জন্য সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা পুরস্কার প্রদান করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা। 

আজ শনিবার বিকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশি (সেন্টার ফর এনআরবি) আয়োজিত ওয়ার্ল্ড কনফারেন্স সিরিজ- ২০২০’র উদ্বোধনীতে রুহুল আমিন রাসেলের হাতে এই সম্মাননা তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূইঁয়া, ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের কূটনীতিক তালাত খলিফী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্টার ফর এনআরবি সভাপতি এম. এস সেকিল চৌধুরী। 

প্রসঙ্গত, বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতিষ্ঠানটিতে কর্মরত রুহুল আমিন রাসেল। এরআগে তিনি সংবাদ, ভোরের কাগজ দিনের শেষে, ভোরের ডাক ও সাপ্তাহিক একতা’য় কর্মরত ছিলেন। তিনি বিগত দেড় দশকের বেশি সময় সাংবাদিকতা পেশায় জড়িত।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি