এবার আসছে ‘অচিন পাখি’
প্রকাশিত : ১১:০৮, ২৪ ডিসেম্বর ২০১৯

কিছু দিন আগে ঢাকায় এসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হয়েছে ‘সোনার তরী’। এবার যুক্ত হচ্ছে নতুন ড্রিমলাইনার ‘অচিন পাখি’। ইতিমধ্যে এটি ঢাকার উদ্দেশে রওনাও দিয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটায় যুক্তরাষ্ট্রের সিয়াটলের বোয়িং কারখানার এভারেট ডেলিভারি সেন্টার থেকে উড্ডয়ন করে উড়োজাহাজটি।
আজ (মঙ্গলবার) রাত ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারে ‘অচিন পাখি’।
উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর বোয়িং ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’কে বোয়িং কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে। পরদিন সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছায় ‘সোনার তরী’।
এনিয়ে বিমানের উড়োজাহাজের সংখ্যা হচ্ছে ১৮টি।
এসএ/
আরও পড়ুন