ঢাকা, রবিবার   ১৩ জুলাই ২০২৫

এবার দেখা যাবে পূজা-সজলের রসায়ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ২১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় নির্মাণ হতে যাচ্ছে নতুন সিনেমা ‘জিন’। সিনেমাটির দৃশ্যধারণ কিছুদিনের মধ্যেই শুরু হবে। এতে অভিনয় করবেন পূজা চেরী, রোশান ও পিয়া বিপাশা। সেই চুক্তি আগেই হয়েছে। তবে পূজার বিপরীতে কে অভিনয় করবেন তা এতো দিন জানা যায়নি। এবার জানা গেল পূজার বিপরীতে কে অভিনয় করবেন। তিনি আর কেউ নন, ছোট পর্দার অভিনেতা সজল। এরই মধ্যে সিনেমাটির জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন এর নির্মাতা নাদের চৌধুরী।

তিনি জানান, আগামী ২৬ আগস্ট থেকে সিনেমার দৃশ্যধারণ শুরু হবে। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত টানা দৃশ্যধারণ চলবে। ‘জিন’র মাধ্যমে দ্বিতীয়বারের মতো চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন সজল।

সিনেমা প্রসঙ্গে নাদের চৌধুরী বলেন, ‘ইসলাম ধর্মে যে জিন-পরীর সম্পর্কে বলা আছে, সেটিই মূলত উঠে আসবে এর গল্পে। সিনেমাটি হবে গ্রামীণ আবহে। যেখানে জিনকে কেন্দ্র করে অতিপ্রাকৃত ঘটনা তুলে ধরা হবে। এই ধরনের সিনেমা আমাদের এখানে আর হয়নি।’

সজল বলেন, ‘সিনেমার গল্পে বৈচিত্র্য রয়েছে। এখন পর্যন্ত অনেক সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেয়েছি, কিন্তু মানসম্মত গল্পের অভাবে সেগুলোতে আমাকে দেখা যায়নি। তবে নাদের ভাই যখন আমাকে সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব দেন, এর গল্প আমার ভীষণ পছন্দ হয়। আগেও নাদের ভাইয়ের সঙ্গে ছোট পর্দায় অনেক কাজ করেছি। তার সঙ্গে কাজের অভিজ্ঞতা বরাবরই খুব ভালো। অভিনয়ের ক্ষেত্রে তিনি যে গাইডটা করেন, সেটা সত্যি শিক্ষণীয়। আশা করছি এবার ভালো কিছু হতে যাচ্ছে। এখানে আমাকে একজন ফ্যাশন ফটোগ্রাফারের চরিত্রে দেখা যাবে।’

পূজা চেরী বলেন, ‘এখন জিন সিনেমার অনুশীলন নিয়ে ব্যস্ত আছি। আগামী সপ্তাহেই দৃশ্যধারণ শুরু হচ্ছে। এখনই আমার চরিত্র নিয়ে কিছু বলব না। শুধু এটুকু বলব, এর আগে এমন চরিত্রে কাজ করিনি।’

এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি