ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

এবার ভাইরাল সুহানার নাচের ভিডিও

প্রকাশিত : ২৩:২৮, ১০ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

বলিউডে এখনও এন্ট্রি হয়নি তার। কিন্তু এখনই তিনি স্টার। তিনি অর্থাৎ সুহানা খান। শাহরুখ খান তার বাবা, এটা বড় পরিচয় বটে। কিন্তু নিজেও কাজ করতে শুরু করেছেন। কখনও ‘ভোগ’ ম্যাগাজিনের কভার গার্ল হয়েছেন। কখনও বা ‘জিরো’ ছবিতে সহ পরিচালক হিসেবে কাজ করেছেন। তারই এ বার একটি নাচের ভিডিয়ো ভাইরাল হল।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, বন্ধুদের সঙ্গে নাচের রিহার্সাল করছেন সুহানা। তিনি নিয়মিত মঞ্চে নাটক করেন। সে কারণেই এই রিহার্সাল কিনা, তা অবশ্য খোলসা করেননি।

সুহানার বলিউডে কেরিয়ার শুরু করার প্রসঙ্গে শাহরুখ বলেছেন, আমার ছেলে বা মেয়ে কেউই অভিনেতা হওয়ার তালিম পায়নি। সুহানার অভিনয়ে আগ্রহ রয়েছে। আরিয়ান সিনেমা তৈরি করতে চায়। আর আব্রাম তো রকস্টার হওয়ার মতো সুন্দর…।” তবে বার বার পড়াশোনা শেষ করে সন্তানদের কেরিয়ার শুরু করার ওপর জোর দিয়েছেন শাহরুখ।

সূত্র-আনন্দবাজার

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি