ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

এমটিসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড পেলেন প্রফেসর মোবাশ্বের আলী (মরণোত্তর)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৮, ২০ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:৩১, ২১ সেপ্টেম্বর ২০১৭

বাংলা ভাষার গবেষণা, উন্নয়ন এবং ভাষা আন্দোলনে অংশগ্রহণের জন্য ভারতের এমটিসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড (মরণোত্তর) পেলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্য সমালোচক, অনুবাদক ও ভাষা সৈনিক প্রফেসর মোবাশ্বের আলী।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) মরহুম প্রফেসর মোবাশ্বের আলীকে পুরষ্কার প্রদান করা হয়। ঢাকা স্কুল অব ইকোনোমিক্সের মিলনায়তনে পরিবারের পক্ষ থেকে তার দৌহিত্র নওয়াজিশ মুহাম্মদ আলী পুরষ্কার গ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি প্রফেসর আশরাফ উদ্দিন চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।  

পুরষ্কার প্রদান উপলক্ষে এমটিসিএ গ্লোবালের প্রেসিডেন্ট, শিক্ষাবিদ, উন্নয়নকর্মী ও সংগঠক প্রফেসর ভোলানাথ দত্ত বলেন, এ ধরনের কৃতি পুরুষকে সম্মানিত করতে পেরে দু দেশের সম্পর্কের বন্ধন আরো জোরালো হবে।

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি