ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

এরশাদ-রওশনকে প্রধানমন্ত্রীর ঈদ কার্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৬, ৬ জুন ২০১৮

Ekushey Television Ltd.

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দুপুরে ওই শুভেচ্ছা কার্ড পাঠানো হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে।

প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা এস এম খুরশিদ-উল-আলম জানান, বিরোধী দলীয় নেতার সহকারী একান্ত সচিব এ, কে, এম, আব্দুর রহিম ভূঞা এবং জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব মোঃ মনজুরুল ইসলামের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন তিনি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি