ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

এরশাদের দুর্নীতির মামলায় দুদকের রিভিউ আবেদন খারিজ

প্রকাশিত : ১৫:৪৫, ২০ মার্চ ২০১৭ | আপডেট: ১৫:৪৫, ২০ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

এরশাদের বিরুদ্ধে রাডার ক্রয় দুর্নীতির মামলায় নতুন সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ বাতিল করে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে দুদকের রিভিউ আবেদন খারিজ করেছে আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার  নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যর বেঞ্চ এ আদেশ দেন। রাডার ক্রয়সংক্রান্ত মামলাটি বিচারিক আদালতে বিচারাধীন রয়েছে। আপিল বিভাগের এ আদেশের ফলে এ মামলায় নুতন করে সাক্ষী নেওয়ার আর কোনো সুযোগ থাকল না বলে জানান দুদকের আইনজীবী খুরশীদ আলম খান। গত ৮ জানুয়ারি রাডার ক্রয় সংক্রান্ত মামলায় নতুন সাক্ষ্য গ্রহণে দুদকের আবেদন খারিজ করেন আপিল বিভাগ। পরে এর রায়টি পুনর্বিবেচনার আবেদন করে দুদক। গত ২৪ নভেম্বর এরশাদের রাডার দুর্নীতি ক্রয়সংক্রান্ত মামলায় বাকি সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের অনুমতি ও ৩১ মার্চের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করতে নির্দেশ দেন হাইকোর্ট। ১৯৯২ সালের ৪  মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি দায়ের করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি