ঢাকা, বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪

এলএনজি আমদানিতে বাংলাদেশ-ওমান চুক্তি হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১৯, ৫ মে ২০১৮

প্রাকৃতিক তরল গ্যাস (এলএনজি) আমদানি করতে বাংলাদেশ ও ওমানের মধ্যে আগামীকাল একটি চুক্তি স্বাক্ষরিত হবে।

বাংলাদেশের  রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান পেট্রোবাংলা এবং ওমানের রাষ্ট্র মালিকানাধীন প্রতিষ্ঠান ওমান ট্রেডিং ইন্টারন্যাশনালের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হবে।

দেশে জ্বালানী নিরাপত্তা নিশ্চিত করতে বিদেশ থেকে প্রাকৃতিক তরল গ্যাস আমদানি করার সরকারির নীতির আলোকে এ চুক্তি করা হচ্ছে।

বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মুখপাত্র মির মোহাম্মদ আসলাম উদ্দিন বলেন, পেট্রোবাংলা ভবনে আগামিকাল আনুষ্ঠানিকভাবে এই এলএনজি আমদানি চুক্তিটি স্বাক্ষরিত হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এদিকে সরকার দেশের জ্বালানী চাহিদা মেটাতে কাতার থেকে ৫ শ’ এমএমসিএফডি প্রাকৃতিক তরল গ্যাস (এলএনজি) আমদানি করছে।

আমদানিকৃত এলএনজি চলতি মাসে জাতীয় গ্রিডে যুক্ত করা হবে। এর আগে সরকার প্রতিবছর ১ দশমিক ৮ মিলিয়ন টন এলএনজি আমদানির লক্ষ্যে কাতারের রাসগ্যাস এর সঙ্গে একটি দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর করে।

কেআই/ টিকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি