ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা সচিবকে প্রত্যাহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৬, ২২ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টার দিকে নিজের ফেসবুকের দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

ফেসবুকে উপদেষ্টা লেখেন, ‘মাইলস্টোন ট্রাজেডি পূর্ণাঙ্গ তদন্তে শীঘ্রই কমিটি গঠিত হচ্ছে। শিক্ষার্থীদের ছয় দফা দাবিকে সমন্বয় করে তদন্ত কমিটি গঠিত হবে। ইতোমধ্যে শিক্ষা সচিবকে অপসারণ করা হয়েছে। ন্যায্য যেকোনো দাবি মানতে সরকার দায়বদ্ধ।’


এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি