ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

এস-৩০০ ও এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ইরাক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১২, ১৪ জানুয়ারি ২০২০ | আপডেট: ২৩:১৫, ১৪ জানুয়ারি ২০২০

রাশিয়ার কাছ থেকে এস-৩০০ এবং এস-৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ইরাক। রুশ সংসদ দুমা'র সামরিক বিষয়ক কমিটির উপ-প্রধান আলেকজান্ডার শ্রেইন বলেছেন, এস-৩০০ ও এস-৪০০ কেনার বিষয়ে মস্কোর সঙ্গে আলোচনা করছে বাগদাদ।

এর আগে গতকাল ইরানে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত সা'দ জাওয়াদ কানদিল বলেছেন, এস-৩০০ কেনার বিষয়ে আলোচনা চলছে। এই প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়া থেকে কেনার সম্ভাবনা রয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ইগোর কুরতেশেংকো বলেছেন, রাশিয়া ইরাকের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এস-৪০০ দিতে পারে। বাগদাদ বিমান বন্দরে মার্কিন ড্রোনের সাহায্যে ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার ঘটনার মধ্যদিয়ে ইরাকের জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা বেড়ে গেছে। 

তবে আমেরিকা বিশ্বের সব দেশকেই হুমকি দিয়ে রেখেছে যে, রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনলেই অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে পড়তে হবে।

৩ জানুয়ারি বাগদাদে ইরান ও ইরাকের দুই শীর্ষ সামরিক কমান্ডারসহ ১০ জন নিহত হওয়ার পর পশ্চিম এশিয়া থেকে মার্কিন সেনা বহিষ্কারের দাবি জোরদার হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি