ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪

ওবামাকেও ছাড়িয়ে গেলেন বাইডেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ৫ নভেম্বর ২০২০

এমনিতেই মার্কিন ইতিহাসে এ নির্বাচন অনেক কিছুতেই রেকর্ড ছুঁয়েছে। এর মধ্যে আরেক রেকর্ড গড়লেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ভোটপ্রাপ্তির দিক থেকে একই দলের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকেও ছাড়িয়ে গেলেন তিনি। 

২০০৮ সালের নির্বাচনে আমেরিকার সবচেয়ে কম বয়সী প্রেসিডেন্ট বারাক ওবামা পেয়েছিলেন ৬ কোটি ৯৪ লাখ ৯৮ হাজার ৫১৬ ভোট। আর এ নির্বাচনে এখন পর্যন্ত বাইডেন ভোট পেয়েছেন ৭ কোটির বেশি।  

বার্তা সংস্থা আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জয়ের পথে থাকা বাইডেন এখন পর্যন্ত প্রাপ্ত ৭ কোটি ৮ লাখের ৭৩৭ ভোট  পেয়েছেন। এতে করে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাওয়ার স্বপ্ন দেখছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন।  

ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে তিনি এ পর্যন্ত ২৬৪টি ইলেকটোরাল ভোট পেয়েছেন।  ২৭০টি নিশ্চিত হলেই প্রেসিডেন্ট হন যেকোনো প্রার্থী। 

আর মাত্র ৬টি ইলেক্টোরাল ভোট পেলেই জয় নিশ্চিত হবে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেন। আর ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪টি ইলেক্টোরাল ভোট।
এআই/ এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি