ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

ওবামাকেয়ার বাতিলে স্বাস্থ্যবীমা হারাবে তিন কোটি আমেরিকান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২১, ২০ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:০৮, ২০ জুলাই ২০১৭

ট্রাম্প প্রশাসন ওবামাকেয়ার বাতিল করলে যুক্তরাষ্ট্রে তিন কোটির বেশি মানুষ স্বাস্থ্যবীমার আওতা থেকে বঞ্চিত হবে বলে আভাস দিয়েছে মার্কিন কংগ্রেসনাল বাজেট অফিস। খবর বিবিসির।

দলনিরপেক্ষ এই সংস্থার বিশ্লেষণে পাওয়া গেছে, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে পাস হওয়া স্বাস্থ্য সুরক্ষা আইন অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট তথা ওবামাকেয়ার বাতিল হলে আগামী বছর থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বাস্থ্যসেবা পাওয়া কঠিন হয়ে যাবে। স্বাস্থ্যবীমার আওতায় আসতে তাদের খরচ বেড়ে যাবে ২৫ শতাংশ। আর ২০২৬ সালের মধ্যে সেই খরচ হয়ে যাবে দ্বিগুণ।

সিবিওর বিশ্লেষণ অনুযায়ী, ওবামাকেয়ার বাতিল আইনের মাধ্যমে এই খাতে কেন্দ্রীয় সরকারের ঘাটতি কমানো হবে ৪৭ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির নিয়ন্ত্রন রয়েছে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। তথাপি রিপাবলিকান সিনেটররা দলীয় স্বাস্থ্যসেবা বিল পাসে দুবার ব্যর্থ হয়েছেন।

দুই বছর দেরি হওয়ার পর আগামী সপ্তাহে ভোটে ২০১০ সালের ওবামাকেয়ার বাতিলের পরিকল্পনা করছেন মার্কিন সিনেটররা। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের আইনসভা কংগ্রেসকে বাজেট ও অর্থনৈতিক তথ্য প্রদানকারী কেন্দ্রীয় সংস্থা-সিবিওর ভাষ্য, ওবামাকেয়ার বাদ দেওয়া হলে শুধু আগামী বছরই হেলথ ইন্স্যুরেন্সের বাইরে থাকা মার্কিনিদের সংখ্যা দাঁড়াবে এক কোটি ৭০ লাখ।

//এআর

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি