ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

ওস্তাদ রশিদ খান আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ৯ জানুয়ারি ২০২৪

ভারতের শাস্ত্রীয় সংগীতের জনপ্রিয় শিল্পী ওস্তাদ রশিদ খান আর নেই। দীর্ঘ দিন ধরেই প্রস্টেট ক্যানসারে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২২ নভেম্বর হাসপাতালে ভর্তি হন তিনি। অবশেষে ক্যানসারের কাছে হার মেনে মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা ৪৫ মিনিটে মারা যান তিনি।

ওস্তাদ রশিদ খান ভারতের উত্তরপ্রদেশের বদায়ূঁতে জন্মগ্রহণ করেন। তিনি রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী। যে ঘরানার প্রতিষ্ঠা করেছিলেন ইনায়েত হুসেন খাঁ-সাহিব। রশিদ তালিম নিয়েছেন এ ঘরানারই আর এক দিকপাল ওস্তাদ নিসার হুসেন খাঁ-সাহিবের কাছ থেকে। যিনি ছিলেন রশিদের দাদু। রশিদ তার মামা গোয়ালিয়র ঘরানার ওস্তাদ গোলাম মুস্তাফা খাঁ-সাহিবের থেকেও তালিম নিয়েছেন।

রশিদ খান শাস্ত্রীয় সংগীত পরিবেশন করলেও বলিউড ও টালিউডের অনেক সিনেমায় জনপ্রিয় গান গেয়েছেন।

এমএম//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি