ঢাকা, মঙ্গলবার   ২২ জুলাই ২০২৫

কক্ষপথে পৌঁছেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৯, ২২ মে ২০১৮

Ekushey Television Ltd.

বাংলাদেশের প্রথম যোগাযোগ কৃত্তিম উপগ্রহ বা স্যাটেলাইট মহাকাশে তার কক্ষপথের নির্দিষ্ট জায়গায় পৌঁছেছে। পৃথিবী থেকে উৎক্ষেপণের ১১দিন পর সফলভাবে নিজস্ব অরবিট ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে পৌঁছেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ (বিএস-১)। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস এন্ড রেগুলেটরি কমিশন (বিটিআরসি)।

এর আগে গত ১১ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে বিএস-১ সফলভাবে উৎক্ষেপণ করা হয়। ফ্রান্সের স্যাটেলাইট নির্মাণকারী প্রতিষ্ঠান স্পেসএক্সের সর্বাধুনিক রকেট ফ্যালকন-৯-এর মাধ্যমে স্যাটেলাইটটি ১১৯.১ দ্রাঘিমাংশে পৌঁছার জন্য এটি উৎক্ষেপণ করা হয়। সেদিনই মহাকাশে পৌঁছায় স্যাটেলাইটটি। গতকাল সোমবার পৃথিবীর কক্ষপথ ধরে নিজ অরবিট ১১৯.১ পূর্ব দ্রাঘিমাংশের খুব কাছাকাছি পৌঁছায় এটি। প্রতি সেকেন্ডে ৩ কিলোমিটার গতিবেগে এগোতে থাকে বিএস-১।

নিজস্ব অরবিটে পৌঁছানোর পর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হবে বিএস-১ এ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ থেকে ১২ দিন পর বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে বিএস-১ কে। এরপর গাজীপুরের জয়দেবপুর এবং বেতবুনিয়া এই দুই ভূ-উপগ্রহ কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হবে দেশের প্রথম এই মহাকাশ স্যাটেলাইটটিকে।

এসএইচএস/ এমজে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি