কক্সবাজারে জলাবদ্ধতা নিরসনে উচ্ছেদ অভিযান
প্রকাশিত : ১৮:১৭, ১৬ মার্চ ২০১৭ | আপডেট: ১৮:১৭, ১৬ মার্চ ২০১৭
কক্সবাজার শহরের জলাবদ্ধতা নিরসনে আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। সকালে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান এই অভিযান পরিচালনা করেন।
এক মাসের মধ্যে গুরুত্বপূর্ণ নালাগুলোর অবৈধ দখল উচ্ছেদ করবেন বলে গত ১৩ মার্চ ঘোষণা দিয়েছিলেন পৌর মেয়র। উচ্ছেদের ফলে ২০ বছরের জলাবদ্ধতার অবসান হবে বলে আশা করছেন স্থানীয়রা। অভিযানের শুরুতে ১০টি স্থাপনার অংশবিশেষ ভাঙ্গা হয়। ধারাবাহিকভাবে তালিকাভুক্ত ১২৯ দখলদারকে উচ্ছেদ করা হবে বলে জানানো হয়।
আরও পড়ুন