ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

কঠোর হুঁশিয়ারি অমিত শাহের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৬, ১ মে ২০২৫

Ekushey Television Ltd.

কাশ্মীরের পেহেলগামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে চলছে চরম উত্তেজনা। দুদেশের পাল্টাপাল্টি অভিযোগ, পদক্ষেপ আর হুমকি-ধমকিতে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এমন পরিস্থিতিতে  এবার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।  

বৃহস্পতিবার (১ মে) দিল্লিতে এক অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন তিনি। খবর এনডিটিভির।

অনুষ্ঠানে কাশ্মীর হামলার বিষয়ে এই প্রথম প্রকাশ্য বক্তব্য দিলেন অমিত শাহ, যেখানে তিনি কড়া ভাষায় বলেন, পেহেলগামে যারা ঘৃণ্য সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাদের কাউকে রেহাই দেয়া হবে না। আমরা প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করব।

তিনি বলেন, এটা নরেন্দ্র মোদি সরকার; এই দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটন করা আমাদের সংকল্প এবং তা সম্পন্ন করা হবে। 

হামলায় জড়িতদের উদ্দেশে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাসীদের জন্য সবচেয়ে খারাপ সময় আসন্ন। ভেবো না যে ২৬ জনকে হত্যা করে তোমরা জিতে গেছো। তোমাদের প্রত্যেককে জবাবদিহি করতে হবে। 

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও সামাজিক যোগাযাগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেছেন, কাশ্মীরে হামলাকারীদের অবশ্যই বিচারের আওতায় আনা হবে। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপের পর দেওয়া ওই বার্তায় তিনি বলেন, বুধবার সন্ধ্যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র সঙ্গে কাশ্মীরের পহেলগামে হামলার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ হামলার পরিকল্পনাকারী, সহায়তাকারী ও বাস্তবায়নকারীদের বিচারের আওতায় আনা হবে। 

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটিই সবচেয়ে বড় হামলা। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত, এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান। স্থগিত করে দেওয়া হয় ভারতের সঙ্গে সবরকম বাণিজ্যও। পাল্টাপাল্টি অভিযোগ, পদক্ষেপ আর হুমকি-ধমকিতে ক্রমেই উত্তেজনা বাড়ছে দুদেশের মধ্যে। 

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি