ঢাকা, মঙ্গলবার   ০৯ ডিসেম্বর ২০২৫

কনকনে ঠাণ্ডা পঞ্চগড়ে, তাপমাত্রা ১০ ডিগ্রির ঘরে

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১০:০০, ৯ ডিসেম্বর ২০২৫

Ekushey Television Ltd.

পঞ্চগড়ে দাপট দেখাতে শুরু করেছে শীত। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শ্বেত শুভ্র কুয়াশার চাদরে ঢেকে থাকছে গোটা জেলা। হিমেল বাতাসের কনকনে ঠাণ্ডায় দুর্ভোগে খেটে খাওয়া মানুষেরা। 

স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী সপ্তাহ জুড়েই জেলায় সর্বনিম্ন ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা ওঠা-নামা করেছে। 

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছেন, আজ মঙ্গলবার সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। চলতি সপ্তাহে জেলার তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহ বয়ে যাবার আশঙ্কা জানিয়েছে আবহাওয়া কেন্দ্রটির ভারপ্রাপ্ত কর্মকর্তা জীতেন্দ্রনাথ রায়।

ভারী কুয়াশার কারণে সকাল আটটা পর্যন্ত ভারী যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে মন্থরগতিতে চলাচল করতে দেখা গেছে। 

এদিকে, ঠাকুরগাঁওয়ে শীতজনিত কারণে বাড়ছে শিশু ও বৃদ্ধ রোগীর সংখ্যা। হাসপাতালে রোগীর ভিড় বাড়ায় দেখা দিয়েছে শয্যার সংকট। দিন দিন শীতের তীব্রতা বাড়ায় শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভিড় করছেন বৃদ্ধ ও শিশু রোগীরা। এর মধ্যে শিশু ও নবজাতকের সংখ্যাই বেশি। 

গাইবান্ধায় টানা ঘন কুয়াশা ও শীতের দাপটে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়েছে। বিকেল থেকে সকাল ১০টা পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা। কুয়াশার কারণে ঢাকা রংপুর মহাসড়কের যান চলাচলে বিঘ্ন ঘটছে। সড়কে থেমে থেমে যান চলাচল করতে হচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি