ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

কবি হাবীবুল্লাহ সিরাজী বাংলা একাডেমির নতুন মহাপরিচালক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ২০ ডিসেম্বর ২০১৮

বিশিষ্ট কবি হাবীবুল্লাহ সিরাজীকে বাংলা একাডেমীর নতুন মহাপরিচালক করা হয়েছে। তিন বছর মেয়াদে এ নিয়োগ পেয়েছেন তিনি। আজ দুপুরে হাবীবুল্লাহ সিরাজী তার দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বাংলা একাডেমির কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান।
প্রসঙ্গত, হাবীবুল্লাহ সিরাজী দেশের একজন অগ্রগণ্য কবি। তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ৩২। এছাড়া উপন্যাস, শিশুতোষ গ্রন্থ, প্রবন্ধ, স্মৃতিকথা মিলিয়ে অর্ধ শতাধিক গ্রন্থের লেখক তিনি।
লেখালেখির জন্য তিনি একুশে পদক, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কার পেয়েছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি