ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

কবুতরের নামে কোটি টাকার সম্পত্তি! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩১, ২৯ মার্চ ২০২২ | আপডেট: ১৮:৩৪, ২৯ মার্চ ২০২২

কখনো কি শুনেছেন, পায়রাও লাখোপতি হয়েছে! অবিশ্বাস্য হলেও সত্যিই, এমন কিছু পায়রা আছে, যাদের সম্পত্তির পরিমাণ জানলে আপনি চমকে উঠবেন।

রাজস্থানের নওগড়ের ছোট্ট শহর জাসনগর। সেখানেই বাস করে ধনী পায়রা। প্রতি মাসে তাদের আয় বিপুল পরিমাণ। লাখ লাখ টাকার সম্পত্তিও আছে তাদের।

জানা গেছে, এলাকায় প্রায় ২৭টি দোকান আছে পায়রাদের নামে। এমনকি তাদের নামে মোট ১২৬ বিঘা জমিও আছে। ব্যাংকে আছে প্রায় ৩০ লাখ টাকা।

প্রায় চার দশক আগে জাসনগর এলাকার পায়রাদের রক্ষণাবেক্ষণের কথা ভেবে এক শিল্পপতি এই ট্রাস্ট গঠন করেন। এই কাজে তাকে সাহায্য করেন এলাকার প্রাক্তন সরপঞ্চ রামদীন চৌটিয়া ও তার গুরু মুরুধর কেশরী।

অসহায় পাখিগুলোর খাবার ও পানির কষ্ট দূর করতেই কিছু পুঁজি দিয়ে এই ট্রাস্ট গঠন করা হয়। বর্তমানে পায়রাদের এ বিপুল সম্পত্তির দেখাশোনা করেন স্থানীয়রা।

এমএম/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি