ঢাকা, রবিবার   ১২ মে ২০২৪

কমলা হ্যারিসের প্রেস সচিবও ভারতীয় বংশোদ্ভূত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২২, ১৮ আগস্ট ২০২০

সাব্রিনা সিংহ

সাব্রিনা সিংহ

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেন তার রানিংমেট করেছেন ভারতীয় বংশোদ্ভূত কমলা হ্যারিসকে। এর মধ্য দিয়ে মার্কিন ইতিহাসে প্রথম বার এশীয়-আমেরিকান তথা অ-শ্বেতাঙ্গ কোন নারী ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী হলেন। এবার আরেক ভারতীয় বংশোদ্ভূতকে প্রেস সচিব হিসেবে বেছে নিয়ে চমক দিলেন ডেমোক্র্যাট সেনেটর কমলা হ্যারিস। 

ভারতীয় বংশোদ্ভূত সাব্রিনা সিংহকেই বেছে নিলেন নিজের প্রেস সচিব হিসাবে। কমলার মতই এই প্রথম কোনও ভারতীয় বংশোদ্ভূত আমেরিকার মনোনীত ভাইস প্রেসিডেন্ট প্রেস সচিবের দায়িত্বে আসলেন।

ডেমোক্র্যাট ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলার নির্বাচনী প্রচারের কাজের সঙ্গেও সরাসরি জড়িত থাকবেন সাব্রিনা সিংহ। নতুন দায়িত্ব পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত ৩২ বছরের সাব্রিনা। নভেম্বরে আসন্ন নির্বাচনে কমলার জেতার বিষয়েও রীতিমতো আত্মবিশ্বাসী তিনি। 

টুইটারে সাব্রিনা লিখেছেন, ‘কমলা হ্যারিসের প্রেস সচিব হিসাবে বিডেন-হ্যারিসের নির্বাচনী কাজে যোগ দিতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। নভেম্বরে জিতে কাজে যোগ দেওয়ার অপেক্ষা করতে পারছি না।’

লস এঞ্জেলসের বাসিন্দা সাব্রিনার অবশ্য এর আগেও ডেমোক্র্যাটিক পদপ্রার্থীদের সঙ্গে হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে। নিজজার্সি সেনেটর কোরি বুকার এবং নিউইয়র্কের সাবেক মেয়র মাইক ব্লুমবার্গ প্রেসিডেন্ট পদের দৌড়ে থাকাকালীন তাঁদের মুখপাত্র হিসাবে কাজ করেছেন সাব্রিনা। পাশাপাশি ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটির মুখপাত্রও ছিলেন তিনি।

এএইচ/এমবি


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি