ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

করতোয়ায় নৌকাডুবিতে এখনও নিখোঁজ ৩ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় এখনও তিনজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে বৃহস্পতিবার রাত নয়টা পর্যন্ত উদ্ধারকাজ চালানো হয়।

ফায়ার সার্ভিসের আটটি দল উদ্ধারকাজ চালায় বৃহস্পতিবার দিনভর। এ ছাড়া ১২ জন ডুবুরি তিনটি দলে বিভক্ত হয়ে পঞ্চগড় থেকে দিনাজপুরের খানসামা পর্যন্ত প্রায় ১০০ কিলোমিটার নদী এলাকায় উদ্ধার অভিযান চালান।

তবে রাত ৯টা পর্যন্ত কোনো মরদেহ উদ্ধার করা যায়নি। এর আগে বুধবার পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়।

এখনও নিখোঁজ পঞ্চগড়ের দেবীগঞ্জের হাতিডুবা শিকারপুর গ্রামের ভূপেন (৪০), একই উপজেলার সাকোয়া ডাঙ্গাপাড়ার সুরেন (৬৫) এবং ঘাটিয়ার পাড়া গ্রামের ধীরেন্দ্র নাথের শিশুকন্যা জয়া রানী (৪)। গত রোববার শতাধিক হিন্দু তীর্থযাত্রীকে নিয়ে নৌকাটি ডুবে যায়।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি