ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

করোনা ঠেকাতে তিন ধাপে প্রস্তুতি নেওয়া হয়েছে: আইইডিসিআর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৯, ২৬ ফেব্রুয়ারি ২০২০

বিশ্বব্যাপী বরোনাভাইরাস ছড়িয়ে পড়ছে। বাংলাদেশে এখনো এ ভাইরাস দেখা যায়নি। তাই সতর্ক অবস্থানে আছে বাংলাদেশ। এ ভাইরাস প্রতিরোধে তিন ধাপের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের সমন্বয়ে এই প্রস্তুতির খসড়া তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

বুধবার করোনাভাইরাস নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে সেব্রিনা ফ্লোরা বলেন, ‘করোনাভাইরাসের পূর্ব প্রস্তুতি নিয়ে অনেক আগ থেকেই আমরা কাজ করছিলাম। যদি রোগী পাওয়া যায় তখন কী করা হবে, সেসব প্রস্তুতির খসড়া আমরা তৈরি করেছি। সেটা চূড়ান্ত করার প্রক্রিয়া চলছে।’

তিন ধাপে পরিকল্পনার বিষয়ে ডা. ফ্লোরা বলেন, ‘একটা হচ্ছে অ্যালার্ট লেভেল- যখন কোন রোগী নেই, এখন সেই কর্মসূচি আমরা পালন করছি। যখন বিদেশ থেকে রোগী পাওয়া যাবে, অল্প সংখ্যায়- সেটা আরেকটা লেভেল। আর শেষটা হল যদি অনেক রোগী হয়ে যায়, সেই লেভেল।’

তিনি জানান, ‘প্রতিরোধের প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা হচ্ছে না। সম্মিলিতভাবে আমরা যে কার্যক্রম নিচ্ছি, তাতে আশঙ্কা করি না যে এ রোগটা দ্রুত ছড়িয়ে পড়বে।’

ডা. ফ্লোরা বলেন,‘কিট পাইপলাইনে আছে, কিট আসতেই থাকবে। চীন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে আসছে। আমরা নমুনা পরীক্ষার ক্ষেত্রে তো কাউকে ফিরিয়ে দিইনি এখনও।’

তিনি বলেন, ‘আর যদি ১০০ বা ২০০ জন আক্রান্ত হন, সেক্ষেত্রে পরীক্ষার প্রয়োজন নেই বলে নির্দেশনা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। প্রাথমিক উপসর্গ দেখা দিলে ধরে নিতে হবে যে, করোনাভাইরাসের রোগী তারা। সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে।’

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি