ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

করোনা পরিস্থিতিতে অন্ধকার দেখছে ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ২২ জুলাই ২০২০

করোনাভাইরাস মহামারি পরিস্থিতি নিয়ে এখন আরও অন্ধকার দেখতে পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ ব্রিফিংয়ে তিনি বললেন, যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি ‘আরও ভালো হওয়ার আগে হয়তো আরও খারাপ হবে।’

প্রাণঘাতী ভাইরাস নিয়ে তিন মাসের মধ্যে প্রথম আনুষ্ঠানিক হোয়াইট হাউজ ব্রিফিংয়ে ট্রাম্প বলেছেন, ‘আমাদের দেশের কিছু এলাকা খুব ভালো করছে। অন্যরা ভালো করছে, কিন্তু তা সামান্য। দুর্ভাগ্যবশত হয়তো এই পরিস্থিতি ভালো হওয়ার আগে আরও খারাপ হতে পারে।’

এই বক্তব্য দিয়ে মহামারির শুরুতে নেওয়া পদক্ষেপগুলো যে ভুল ছিল তা ট্রাম্প স্বীকার করে নিয়েছেন বলে মন্তব্য করেছেন পার্লামেন্ট স্পিকার ন্যান্সি পেলোসির মন্তব্য।

এদিকে দেশের দক্ষিণের রাজ্যগুলোতে ভাইরাসের বিস্তার দেখে শঙ্কিত ট্রাম্প। গোটা দেশে এখন পর্যন্ত ৪০ লাখের বেশি রোগী শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ১ লাখ ৪১ হাজারের বেশি। 

এই ভয়াবহ পরিস্থিতি রুখতে আমেরিকানদের মাস্ক পরতে বললেন প্রেসিডেন্ট।

ব্রিফিংয়ে ট্রাম্পকে মাস্ক পরতে দেখা না গেলেও শেষদিকে নিজের মুখ ঢেকেছিলেন। তিনি বলেছেন, ‘আমরা প্রত্যেককে বলছি যখন আপনাদের পক্ষে সামাজিক দূরত্ব মানা সম্ভব নয়, তখন মাস্ক পরুন। মাস্ক পছন্দ করুন বা না করুন, এর প্রভাব অবশ্যই রয়েছে। আমাদের যা প্রয়োজন তা করতে হবে।’

শিগগিরই করোনা নির্মূল হবে বিশ্বাস প্রেসিডেন্টের, ‘মহামারি নিয়ন্ত্রণ করাই লক্ষ্য নয়, এটি নির্মূল করতে চাই। টিকা আসছে এবং অন্যদের কল্পনার চেয়েও তাড়াতাড়ি এটা আসবে।’ আগের মতোই ট্রাম্প বললেন, ভাইরাস ‘উধাও’ হয়ে যাবে।
এসএ/
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি