ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

করোনায় পশ্চিমবঙ্গে দ্বিতীয় মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ৩০ মার্চ ২০২০

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে করোনা আক্রান্ত হয়ে দ্বিতীয়জনের মৃত্যু হলো। গতকাল রোববার গভীর রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে কালিম্পঙের বাসিন্দা ৪৪ বছরের ওই নারীর মৃত্যু হয়েছে।

মেয়ের চিকিৎসার জন্য ওই নারী সম্প্রতি চেন্নাইতে গিয়েছিলেন। এরপর গত ১৬ মার্চ সেখান থেকে ফেরার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। 

স্থানীয়ভাবে প্রথমে তিনি চিকিৎসা করাচ্ছিলেন। কিন্তু অসুস্থতা দিন দিন বাড়তে থাকে। এরপর প্রবল শ্বাসকষ্ট শুরু হলে গত ২৫ মার্চ তাঁকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। করোনাভাইরাসের সব রকম লক্ষণই থাকায় তাঁর নমুনা নাইসেডে পাঠানো হয় সেখান থেকে। রিপোর্টও পজিটিভ আসে। কিন্তু কোনও চিকিৎসাতেই সাড়া দিচ্ছিলেন না তিনি। ক্রমে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হতে শুরু করে।

রোববার রাত ২টার দিকে তাঁর মৃত্যু হলেও ভারতের স্বাস্থ্য দফতর সরকারিভাবে এখনও তাঁর মৃত্যু ঘোষণা করেনি।

এছাড়া পশ্চিমবঙ্গে করোনায় আক্রান্ত অপর রোগী নয়াবাদের প্রৌঢ়ের অবস্থাও সঙ্কটজনক। শ্বাসকষ্টের জন্য ভেন্টিলেশনে রয়েছেন তিনি। তাঁর চিকিৎসক অজয় সরকার বলেছেন, “আমরা সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছি।”  

সূত্র : আনন্দবাজার।


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি