কর্মজীবী মতিয়ারের কণ্ঠে ‘দেশরত্ন শেখ হাসিনা’ (ভিডিও)
প্রকাশিত : ২০:৫৬, ২৮ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ২০:৫৮, ২৮ সেপ্টেম্বর ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শনিবার রিলিজ হল মতিউর রহমানের কন্ঠে 'দেশরত্ন শেখ হাসিনা' শিরোনামে একটি ব্যতিক্রমধর্মী গান। গানটি প্রযোজনা প্রতিষ্ঠান সুরঞ্জলির নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে। এস কে সমীর এর সংগীত আয়োজনে গানটির কথা ও সুর দিয়েছেন মতিয়ার রহমান নিজে।
গানটি সম্পর্কে সংগীত পরিচালক এস কে সমীর বলেন, অনেক কিছু বলা যায় মতিয়ার রহমান সম্পর্কে। একজন কর্মজীবী হয়ে সংগীতের উপর বিশেষ কোন প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও তার গানের প্রতি আগ্রহ দেখে আমি অবাক হয়েছি। আমি তার বেশ কিছু গানের সংগীতায়োজন করেছি। বিশেষ করে বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিজ দেশের প্রতি তার যে ভক্তি-শ্রদ্ধা, চিন্তা-ভাবনা এগুলো খুবই অবাক করার মতো।
সমীর আরও বলেন, আমি একজন সংগীত পরিচালক। আমার এখানে অনেকেই আসেন গানের সংগীতায়োজন করার জন্য। সবার মধ্যেই এক প্রকার দেখা যায়- রাতারাতি কিভাবে স্টার হবে সেই চিন্তা। কিন্তু মতিয়ার ভাইকে দেখেছি, তিনি শুধুমাত্র দেশের গান, বঙ্গবন্ধুকে নিয়ে ও শেখ হাসিনাকে নিয়ে গান করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। তিনি জানেন, এই ধরনের গান করে হয়তো কখনও তিনি ভাইরাল হবেন না। তারপরেও তার এই আগ্রহ ও ইচ্ছা শক্তি দেখে আমি তার পাশে থাকার চেষ্টা করেছি।
বর্তমান প্রেক্ষাপটে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো এই ধরনের গানে অর্থলগ্নি করতে চায় না উল্লেখ করে সমীর বলেন, মতিয়ার ভাইয়ের মত মানুষদের নিজ উদ্যোগে এই ভিন্নধর্মী কাজের জন্য আমার পক্ষ থেকে সামান্য সহযোগিতাটুকু যদি তার কোন কাজে লাগে তাহলে আমি নিজেকে ধন্য মনে করব।
গানটি নিয়ে মতিয়ার রহমান বলেন, দীর্ঘদিন যাবৎ সংগীতকে বুকের মধ্যে লালন করি এবং মনের একটা ইচ্ছা ছিল যে, আমি বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিছু গান প্রকাশ করব। যেহেতু আমি একজন কর্মজীবী মানুষ, সময় সুযোগের অভাবে সেটা এতদিন সম্ভব হয়ে ওঠেনি। এখন চেষ্টা করেছি এর ভিতর গানটি উপস্থাপন করার। যদি কিছু মানুষের মনে আমার এই গানটি ভালো লেগে থাকে তাহলে আমার কাজ সার্থকতা পাবে।
এনএস/
আরও পড়ুন