ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

কলকাতা চলচ্চিত্র উৎসব শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ১১ নভেম্বর ২০১৭

২৩তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ অতিথি হিসেবে ছিলেন- অমিতাভ বচ্চন, শাহরুখ খান, কাজল-সহ এক ঝাঁক তারকা। ছিলেন বাংলা ফিল্ম ও টেলিভিশনের অভিনেতা-অভিনেত্রীরাও। ফেস্টিভ্যাল চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।

কমল হাসান, মহেশ ভট্ট, কাজল, শাহরুখ এবং অমিতাভকে সংবর্ধনা দিয়ে শুরু হয় অনুষ্ঠান। বাংলা ইন্ডাস্ট্রির তারকারাও উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। যাদের মধ্যে সাবিত্রী চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ, দেব, শুভশ্রী, গৌতম ঘোষ, পাওলি দাম, সন্দীপ রায়, কুমার শানু উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

উৎসবের আদ্যপান্ত -

  • সূচনা অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এবারের উৎসবে ৫০টিরও বেশি দেশের সিনেমা দেখানো হবে। বিশ্বের সিনেমাকে প্রতিটি পাড়ায় পৌঁছে দেওয়া এই উৎসবের উদ্দেশ্য।

শাহরুখ-কাজল জুটির বিশেষ প্রশংসাও করেন মমতা।

  • যে কোনও ছবিতে গান অপরিহার্য। রবীন্দ্রনাথের গান বাংলার বাতাসে। বাঙালিরা ইলিশ-ভাতের থেকেও গান বেশি ভালোবাসেন। রবীন্দ্রনাথের মাহাত্ম্য বর্ণনা করে এ কথা বললেন, অমিতাভ বচ্চন।
  • সংস্কৃতি ও ঐতিহ্য সমৃদ্ধ এই শহর দেশের শান্তিপ্রিয় শহর। বাংলায় এ কথা বললেন শাহরুখ খান। সব মিলিয়ে আটলাইন বাংলা বললেন শাহরুখ।
  • এই পরিবারের সদস্য হতে পেরে গর্বিত, এ কথা বললেন কমল হাসান।
  • কলকাতার সঙ্গে একটা আলাদা টান অনুভব করি, বললেন কাজল।
  • বাংলার জামাই সম্বোধন করে অমিতাভকে সম্মান জানান সাবিত্রী চট্টোপাধ্যায়।
  • ইরানের ‘ইয়েলো’ দিয়ে শুরু হয় চলচ্চিত্র উৎসব।
  • এ বারের থিম দেশ ইংল্যান্ড।
  • রয়েছেন দেশ-বিদেশের প্রতিনিধি এবং এক ঝাঁক তারকা।
  • এ বছর চলচ্চিত্র উৎসবে ৫৩টি দেশের ১৪৩টি ছবি দেখানো হবে।
  • নন্দন, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, নজরুল তীর্থ-সহ কলকাতা শহরের মোট ১২টি প্রেক্ষাগৃহে দেখানো হবে সিনেমাগুলো।
  • এ ছাড়াও থাকবে বিভিন্ন প্রদর্শনী। কলকাতা চলচ্চিত্র উৎসবকে এ বার ভাগ করা হয়েছে মোট ১৬টি বিভাগে।
  • এই বছরই প্রথম আয়োজিত হয়েছে বিভিন্ন পরিচালকের ব্যবহৃত অরিজিন্যাল ইকুইপমেন্টস-এর প্রদর্শনী।
  • অন্যতম আকর্ষণ ‘মাস্টার ক্লাস’ এবং ‘ইন্টারেক্টিভ সেশন’।

সূত্র : আনন্দবাজার

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি