ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

কলকাতার আকাশে হঠাৎ ঘন কুয়াশা, বন্ধ বিমান!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৯, ২১ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

ঘন কুয়াশার কারণে দীর্ঘ সময় বন্ধ ছিল কলকাতার বিমান পরিষেবা। এতে বিমানবন্দরে আটকে পড়েন বহু যাত্রী, সৃষ্টি হয় ভোগান্তির। 

সোমবার ভোরের দিকে হঠাৎই ঘন কুয়াশায় ছেয়ে যায় কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল। কুয়াশা এতটাই ঘন ছিল যে দীর্ঘক্ষণ বন্ধ রাখা হয়েছিল বিমান পরিষেবা। এ সময় বেশ কয়েকটি বিমান অবতরণ করতে না পেরে ফিরে যায়।

অন্য কোনও বিমানও উড়ে যায়নি কলকাতা থেকে। এর জেরে বহু বিমান যাত্রী আটকে পড়েছিলেন বিমানবন্দরেই।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়াশার জন্য দৃশ্যমানতা এতটাই কম ছিল যে সকালের দিকে কোনও বিমানই উড়তে পারেনি। এদিকে কলকাতায় অবতরণ না করতে পারা বিমানগুলির অধিকাংশকে পাঠানো হয় রাঁচি বিমানবন্দরে।

ঘন কুয়াশার জেরে শুধু যে বিমান পরিষেবা ব্যাহত হয়েছে তা নয়। কুয়াশার জেরে কলকাতা ও আশেপাশে যান এবং ফেরি চলাচলও ব্যাহত হয় সকাল থেকে।

সকালে প্রায় ৯টা পর্যন্ত আলো জ্বালিয়ে গাড়ি চলাতে হয়েছিল চালকদের। ঘন কুয়াশায় ব্যাহত হয় ট্রেন পরিষেবাও।

সকালের দিকে বেশ কয়েকটি ট্রেনের সময়সূচিও বদল করা হয়। অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যায়। রোদ ফুটে ওঠে। তবে বেলা ৯টা পর্যন্ত কুয়াশাচ্ছন্ন ছিল পুরো কলকাতা। 

সূত্র: হিন্দুস্তান টাইমস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি