ঢাকা, বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪

কলম্বিয়ায় ফেরি ডুবে কমপক্ষে ৯ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৬, ২৬ জুন ২০১৭ | আপডেট: ১৯:১৪, ২৬ জুন ২০১৭

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে যাত্রীবাহী ফেরি ডুবিতে কমপক্ষে ৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আছে আরো ৩০ জন।
স্থানীয় সময় রোববার পর্যটন শহর গুয়াটাপের কাছে ফেরিটি ডুবে যায়। প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌকাটিতে দেড় শ’রও বেশি যাত্রী ছিল। কিছু দূর যাওয়ার পরই চার ডেকের ওই ফেরিটি মাঝখান থেকে ভেঙ্গে যায়। এসময় আশপাশের অবকাশ নৌকাগুলো যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালায়। আহতদের মধ্যে ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। নৌকাটিতে কোনো বিদেশী নাগরিক ছিল কিনা তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্র“টি বা অতিরিক্ত যাত্রী বহনের কারণে ফেরিটি ডুবে যায়। ওয়াটার স্কেটিংসহ বিনোদন কেন্দ্র হিসেবে কলম্বিয়ার গুয়াটাপে শহরটি ব্যাপক জনপ্রিয়।

 

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি