ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

কলারোয়ায় দেয়াল চাপায় গৃহবধুর মৃত্যু

প্রকাশিত : ১৩:৫৫, ১৩ মার্চ ২০১৯ | আপডেট: ১৪:১৩, ১৩ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় ঘরের দেয়াল চাপা পড়ে শেফালি ঘোষ (২৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।

বুধবার উপজেলার জয়নগর গ্রামের শম্ভু ঘোষের বাড়িতে এ ঘটনা ঘটে। কলারোয়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে, ঘর ভাঙার কাজ করছিল মিস্ত্রিরা। হঠাৎ একসাইটের ভাঙা দেয়াল ধসে পড়লে মাটির নিচে চাপা পড়ে শম্ভু ঘোষের স্ত্রী শেফালী ঘোষ। তাৎক্ষণিক গুরুতর আহতাবস্থায় শেফালী ঘোষকে তার স্বজনরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি