ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

কলারোয়ায় নারী নির্যাতন মামলায় আটক ২

প্রকাশিত : ২০:০৩, ১২ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

কলারোয়ায় ফেনসিডিল ও নারী নির্যাতন মামলায় দুই ব্যক্তি আটক হয়েছে। মঙ্গলবার ভোর রাতে বাড়ি থেকে থানা পুলিশ আটক করে। আটকৃতরা হলো, কলারোয়া উপজেলার ভদিয়ালী গ্রামের মৃত শাহজাহান আলী দালালের ছেলে মুনছুর আলী দালাল (৩০)। তার বিরুদ্ধে ৩০ হাজার টাকা মূল্যের ৫০ পিস ফেনসিডিল উদ্ধারের ৫ (১)১৯ নং মামলা রয়েছে।

সে অনুযায়ী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কলারোয়া থানার এস আই শারমিন সুলতানা শিখা সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার ভোররাতে তার বাড়ি থেকে আটক করেন। অপরদিকে থানার সেকেন্ড অফিসার এস আই নাজিম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে নারী নির্যাতন মামলায় উপজেলার চান্দা গ্রামের মৃত মোকাববেল গাইনের ছেলে হাফিজুর রহমান গাইনকে (২৫)  তার বাড়ী থেকে আটক করেন। তার বিরুদ্ধে কলারোয়া থানায় যৌতুক আইনে ৯(৩)১৯ নং মামলা রয়েছে। থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন-আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

কেআই/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি