ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫

কল্যাণপুরে পেট্রোল পাম্পে আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১৮:৩৫, ১৮ জুন ২০১৯ | আপডেট: ১৯:১৯, ১৮ জুন ২০১৯

Ekushey Television Ltd.

রাজধানীর কল্যাণপুরে রাজিয়া পেট্রোল পাম্পে আগুন নিয়ন্ত্রণে আসছে। আজ মঙ্গলবার (১৮ জুন) বিকেলে ৫টা ২৫ মিনিটের দিকে আগুন লাগে। অধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের দশটি ইউনিট।

এব্যাপারে জানতে চাইলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. রাসেল জানান, আগুন লাগার পরপরই বিভিন্ন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের ইউনিট যায়। সেখানে এখন মোট দশটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি এই কর্মকর্তা।

এদিকে আগুন লাগার পরপরই শ্যামলী-কল্যাণপুর সড়কের উভয়পাশে যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি মোকাবিলায় ট্রাফিক পুলিশের সদস্যরা সেখানে দায়িত্ব পালন করেন।

ওই পেট্রোল পাম্পের কাছে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের অবস্থান। পেট্রোল পাম্পে আগুন লাগায় হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আতঙ্কিত কেউ কেউ হাসপাতাল থেকে বেরিয়ে যান। আগুন নিয়ন্ত্রণে আসার পর তারা ফের হাসপাতালে ফেরেন।

টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি