ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

কসবায় ১২৫ কেজি গাঁজা উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৪৩, ১৪ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১২৫ কেজি গাঁজাসহ একটি সিএনজি চালিত অটোরিকসা উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে কসবা পৌরসভার ইমামপাড়া আরএফএল শো রুমের সামনে থেকে গাঁজাসহ সিএনজিটি উদ্ধার করা হয়।

কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কসবা পৌরসভার ইমামপাড়া আরএফএল শোরুমের সামনে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় একটি  সিএনজি চালিত অটোরিকশা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। পরে সিএনজিটি তল্লাশী করে ১২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এ ঘটনায় কসবা থানা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি